সাতক্ষীরায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন রবিবার
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
“তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ২টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায়, জেলা প্রশাসন সাতক্ষীরা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে সাতক্ষীরা জেলা বনাম ভোলা জেলার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে খেলাপ্রেমী দর্শকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com