আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নাঃগঞ্জ জেলা প্রশাসকের উদ্যােগে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কাজ
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জানাজায়, বছরের দুইটি ঈদের নামাজ নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগায়ে পড়ে নারায়ণগঞ্জবাসী। বিগত সময় ঈদগাহ মাঠের অবস্থা ছিলো জরাজীর্ণ তা সংস্কারের আকাঙ্খা ছিলো নারায়ণগঞ্জবাসীর। সেই আকাঙ্খা বাস্তবায়িত করতে নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্দ্যােগে কেন্দ্রীয় ঈদগাহকে নতুন আঙিকে রুপ দিতে দুর্বার গতিতে এগিয়ে চলছে সংস্কার কাজ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর জামতলায় কেন্দ্রীয় ঈদগাহ৷ মাঠের কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জেলা প্রশাসক বলেন, এটি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আমি যখন প্রথম ঈদের নামাজ পড়তে আসি সেটি ছিলো ঈদুল ফিতরের নামাজ। এর আগের দিন এই ঈদগাহ মাঠ পরিদর্শন আসি, এসে দেখি মাঠের সামনের যে ষ্ট্রাক্চারছিলো তা হেলে পড়ে গিয়েছিলো, পাশের ওয়াল ছিলো না, ভেঙে পড়ে গিয়েছিলো। এগুলো দেখে আমার মনে হয়েছিলো নারায়ণগঞ্জের মত একটা ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় একটি ঈদগাহ মাঠ এর শোহচনীয় অবস্থা, আমরা এটাকে কিভাবে রক্ষা করতে পারি সেই লক্ষ্যে তখন থেকে আমার মধ্যে এটি কাজ করছিলো এবং এরপর এই ঈদগাহ মাঠটাকে সেই মোগল আমলের স্মৃতি আছে নারায়ণগঞ্জ শহরের। মোগল আমল থেকে এটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত সেই লক্ষ্যে আমরা মোঘল আমলের আদলে আমরা বিভিন্ন আর্কিটেক্টেড দিয়ে কত সুন্দর ভাবে করা যায় আমরা তাদের ডিজাইন এনে আমাদের যে কমিটি আছে সেই কমিটির সামনে উপস্থাপন করেছিলাম। কমিটি যে স্ট্রাকচারটি পছন্দ করেছিলো সবার সর্ব সম্মতিক্রমে সেই স্ট্রাকচারটি নিয়েই আমরা কাজ করছি। আজকে এই ঈদগাহ মাঠে ঢালাই, ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুতই এই কাজটি সম্পুর্ন করতে এবং এটি একটি ঐতিহাসিক সেই মোঘল আমলের সৌন্দর্য নিয়ে আগাতে চাচ্ছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.