আজ
|| ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় আজ বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি দল জানতে পারে, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি'র মধ্যবর্তী তেতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। সকাল নয়টার দিকে দলটি এক সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.