অটোচালকদের হাতে জিম্মি নারায়ণগঞ্জ শহর নাকি সর্ষের ভিতরেই ভূত!
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করে তুলতে কারা ভূমিকা পালন করছে আওয়ামী লীগ নাকি সর্ষের ভিতরেই ভূত ! আন্দোলনের নামে হামলা ও যানজটের মুখে পড়ে নাকাল নারায়ণগঞ্জবাসী।
নারায়ণগঞ্জ শহরকে গ্রীন এন্ড ক্লিন করতে অগ্রহণী ভূমিকা পালন করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তারই এক অনবদ্য অবদান হিসেবে শহরের সবচেয়ে প্রধান সমস্যা যানজট নিরসন করতে নিয়েছিলেন অন্যতম পরিকল্পনা। যার জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসণ, বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
একদল তরুন ছাত্ররা বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে শহরকে যানজট মুক্ত করতে সকাল থেকে রাত অবধি রৌদ্রে শুকিয়ে বৃষ্টিতে ভেঁজে কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরাও নাম মাত্র কাজ করলেও যানজট নিরসনে বিশাল ভূমিকা রাখছে এই তরুন স্বেচ্ছাসেবকরা। প্রতিনিয়ত শুনতে হচ্ছে অশ্লীল ভাষায় গালিগালাজ, কখনো বা অভিশাপ আবার কখনো মারধরের শিকার হচ্ছে। কখনো অটো চালক, কখনো বাস চালক আবার কখনো উল্টো পথে আসা কোন রাজনৈতিক নেতার হামলার শিকার হয়ে চললেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরব ভূমিকা পালন করছে প্রশাসণ। এনিয়ে একাধিকবার অভিযোগ করেও সমাধান মিটেনি উল্টো পুলিশের সামনেই বিভিন্ন হুমকি দিয়ে চলে যাচ্ছে গাড়ীচালক বা গাড়ী মালিক সংগঠন নেতারা।
আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় চানমারি চানমারিতে উল্টোপথে অটো আসতে নিষেধ করাকে কেন্দ্র করে অটোচালকদের হামলার শিকার হয় যানজট নিরসনে রাসেল নামে এক স্বেচ্ছাসেবক। সেটাকে কেন্দ্র করে ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটে। এতেই বেকে বসে চানমারি সড়ক অবরোধ করে আন্দোলনে বসে যান অটোচালকরা। যার ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধে দীর্ঘ ৪ ঘন্টায় যানজটে নাকাল হয় নারায়ণগঞ্জবাসী।
চানমারির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উলটোপথে অটো প্রবেশ করায় যানজটের সৃষ্টি হলেই কিছু অটো লিক করাকে কেন্দ্র করে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকের উপর ১৫/২০ অটোচালক হামলা চালায়।স্থানীয় লোকেরা ও দোকানদাররা স্বেচ্ছাসেবককে উদ্বার করে। খবর পেয়ে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকরা আসলে তাদের উপর চড়াও হয় অটোচালকরা।এতেই দুই পক্ষের মধ্যে আবারও হামলার ঘটনা ঘটে।এর পরে ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে অটোচালকরা। তাদের হাতে দেশীয় অস্ত্র( লাঠি, লোহার পাইপ,চাকু, ছুরি, সুইচ গিয়ার সহ একাধিক ধারালো) দেখা যায়।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অটো চালকদের বিরুদ্ধে যানজট নিরসন স্বেচ্ছাসেবকরা ডিসি অফিসে অভিযোগ জানাতে গেলে তাদের কয়েকজন স্বেচ্ছাসেবকদের উপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লিংকরোডে। ইট, বাইকের হেলমেট সহ লাঠি এবং লোহার পাইপ এবং সুইচ গিয়ার দিয়ে হামলা চালায়। সাংবাদিক এবং স্থানীয় লোকদের সহায়তায় আহত হলেও প্রানে বেঁচে যায় তারা।
হঠাৎ নারায়ণগঞ্জ শহরে অটোচালকদের হাতে দেশীয় অস্ত্র এবং সড়ক অবরোধ করে নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করার পায়তারা বলে মনে করছে অনেকেই। সামান্য ঘটনাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে দেশী অস্ত্র লাঠিসোটা, লোহার পাইক, চাকু, ছুড়ি, সুইচ গিয়ার সহ একাধিক ধারালো অস্ত্র দেখা গিয়েছে তাদের হাতে। প্রতিদিন যেখানে যানজট নিরসনের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে ছোটখাটো হামলা ও গালিগালাজের সম্মুখীন হলেও হঠাৎ প্রশাসণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি এবং শহরকে অস্থিতিশীল করাকে ভিন্ন চোখে দেখচ্ছে অনেকেই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, ও জামায়তে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ মতে, নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী লীগ। অটোচালকদের মধ্যে আওয়ামী লীগের লোকেরা প্রবেশ করে এই কাজ করছে বলে তারা মনে করছে। তাদের অনেকের মতে, আজকের আন্দোলনে অনেক আওয়ামী লীগের লোকেদের দেখা গিয়েছে। আবার অন্য জেলার লোকেরা এসে অটোচালকের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।
অন্যদিকে ৫ আগষ্টের পর এক দল চাঁদাবাজিতে অতিষ্ঠ শহর সহ পুরো দেশবাসী।প্রতিটা সেক্টরে চাঁদা তুলছে অহরহ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক গ্রীন এন্ড ক্লিন প্রজেক্টের মাধ্যমে যানজট নিরসনের জন্য যে স্বেচ্ছাসেবকরা কাজ করছে তাদের কারনে অনেক অবৈধ অটো স্ট্যান্ড থেকে বিএনপির অনেক নেতারা চাঁদা তুলছে পারছে না। এতেই স্বেচ্ছাসেবকদের উপরে অনেকটা ক্ষিপ্ত তারা। তাদের ইন্ধনেই অটো ও বাস চালকরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বলেও অনেকে মনে করছে। আজকের ঘটনাও তারই কারনে হয়েছে। যেখানে এতদিন ধরে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কাজ করে গেলেও হঠাৎ তাদের উপর অটোচালকদের চড়াও হওয়াটাও ভিন্ন চোখে দেখছে অনেকেই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com