নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ তিন দুর্ধর্ষ যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)। তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার বাসিন্দা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ ব্যাটালিয়ন সদর দফতরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দায়িত্বপূর্ণ এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আড়াইটায় বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ খোরশেদ, রিপন ও জয়কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র নেই এবং এগুলো অবৈধ বলেও তারা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় কারাভোগ শেষে জামিনে বের হয়েছে সে। অপর দুইজন রিপন ও জয় খোরশেদের সহযোগী হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com