আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানজট নিরসনে শিক্ষার্থী ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সাইনবোর্ড থেকে চাষাঢ়া হয়ে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছিলেন।এ সময় ইজিবাইক চালকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কয়েকজন চালক মারপিট শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের পর ইজিবাইক শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। তাদের দাবি, যারা তাদের ওপর হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।অবরোধের কারণে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘যানজট কমাতে স্বেচ্ছাসেবক ছাত্ররা প্রশাসনকে সহায়তা করছে। অনুমোদনহীন ইজিবাইক শহরে ঢুকতে পারবে না-এ নিয়ম মানতে হবে।কিন্তু চালকদের উসকানিতে সংঘর্ষ হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের; ছাত্রদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদন এলে আমরা আইনি পদক্ষেপ নেব এবং ভাঙচুরের ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেব।তিনি আরো জানান, ব্যাটারিচালিত ইজিবাইক নির্দিষ্ট স্থান ব্যতীত শহরের সব জায়গায় যেতে পারবে না, এই বিষয়ে নির্দেশনা সাইনবোর্ড শহরের বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দেওয়া হবে।

Exit mobile version