আজ
|| ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আখাউড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ, ট্রেন চলাচল ব্যাহত
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের উপজেলার মনিয়ন্দ গ্রীসনগর এলাকায় রেলপথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। এ সময়, দুটি আন্তঃনগর ট্রেন সাময়িক সময়ের জন্য আটকা পড়ে।
অবরোধে আটকে পড়া ট্রেন দুটি হলো ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগর এলাকার আখাউড়া-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংটি অরক্ষিত। সোমবার দুপুরে ওই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। একই জায়গায় ইতিপূর্বে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে রক্ষী (গেটম্যান) নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আখাউড়া থানা পুলিশসহ রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নুর নবী জানান, স্থানীয় এলাকাবাসী রেলপথ অবরোধ করলেও আন্তঃনগর মহানগর প্রভাতি ও চট্টলা এক্সপ্রেস ট্রেন দুটি পাঁচ মিনিট যাত্রা বিলম্ব হয়েছে।
অপরদিকে, আন্দোলনের নেতৃত্ব দেয়া স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, অরক্ষিত ওই রেলপথ লেভেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হচ্ছে। লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, লেভেল ক্রসিংয়ে গেট তৈরির দাবি এলাকাবাসীর অনেক দিনের। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.