আজ
|| ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
হবিগঞ্জে বাস চাপায় মা-ছেলে নিহত
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় একজন নারী ও তার শিশুসন্তান নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিনারপুর কলেজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তার চার বছরের ছেলে তৌকি আহমেদ।
পুলিশ জানায়, বুধবার অসুস্থ আত্মীয়কে দেখতে তারা নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। এ সময় সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.