জাতিসংঘে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আসন্ন সাধারণ এই অধিবেশনের সভাপতিত্ব নিয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি অবস্থানে নেই বলে জানানা তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা।
চার বছর আগে আমরা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলাম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত বাংলাদেশের অনেক পরে নিয়েছে। তবে এতে কেউ কারো মুখোমুখি নয়।
এদিকে কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের মেরে ফেলার চেষ্টা অদ্ভূত ঘটনা। এটা ইসরায়েলের গর্হিত কাজ।সোমবার দোহায় আরব-ইসলামিক দেশগুলোর জরুরি বৈঠক হয়। সেখানে থেকে ফিরে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন উপদেষ্টা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com