আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে বসতবাড়িতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ,বাবা মা’র পর মেয়ে মুন্নির মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁয়ে বসতবাড়িতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ,বাবা মা'র পর মেয়ে মুন্নির মৃত্যু মৃত্যুসোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বসতবাড়িতে গ্যাস সিলেন্ডারের আগুনে আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগে দগ্ধ ৫জনের মধ্যে মানব চৌধুরী ও বাচা চৌধুরী নামের দুজনের মৃত্যু হয়। সিলেন্ডার লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধদের মধ্যে এবার নিহত মানব চৌধুরীর ১৪ বছর বয়সী মুন্নি আক্তার মারা যায়। গত সোমবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুন্নি বাবা মায়ের সঙ্গে কাঁচপুর পুরান বাজার এলাকায় শেখ ফরিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। মৃত্যুর বিষয়টি গতকাল মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মুন্নি গত সোমবার রাত ৯ টা ৪৫মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল। জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলেন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নিহত মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে তার বাবা মানব চৌধুরী ও পরদিন ৮ সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন,গ্যাস লিকেজে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে কোন গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁয়ে এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ চারা গাছ বিতরণ করা হয়। বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন। বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ট্যুারিস্ট পুলিশের সোনারগাঁ অঞ্চলের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবক মো. হান্নান বেপারী, আশরাফুল ইসলাম আশরাফ, প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানাউল্লাহ. বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার প্রমুখ। পরে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.