
সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষ বিএস (সম্মান) পরীক্ষার্থীদের (২০২৩) জন্য গবেষণাগার পরিদর্শন বাধ্যতামূলক করেছে।
বিভাগীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেবাস অনুযায়ী শিক্ষা সফরের অংশ হিসেবে গবেষণাগার পরিদর্শন সবার জন্য আবশ্যক। কেউ অনুপস্থিত থাকলে এ-সংক্রান্ত নাম্বার পাওয়া যাবে না। ফলে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং এর দায়ভার বিভাগ নেবে না।
বিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ২টি বাসের ব্যবস্থা করা হয়েছে। গবেষণাগার পরিদর্শনের অনুমোদনসহ অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল দুপুরের আগে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। নাস্তা ও দুপুরের খাবারের জন্য চূড়ান্ত সংখ্যাও জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের সফল অংশগ্রহণের জন্য শুভকামনা জানানো হয়েছে।

