
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।
তালা হাসপাতাল পরিদর্শন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
সোমবার (১৫ শে সেপ্টেম্বর) সকালে তালা হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও তালা-কলারোয়া আসনের জামায়াত মনোনীতসংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। সোমবার বেলা ১২ টার দিকে তিনি তালা হাসপাতাল পরিদর্শন করেন ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে খোজ খবর নেন। তালা হাসপাতালের সদ্য নিয়েগপ্রাপ্ত টিএইচএ না থাকায় তালা হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন ও হাসপাতালের অন্যান্য ষ্টাফদের সাথে মত বিনিময় করেন। ডাঃ খালিদ হাসান নয়ন হাসপাতালের প্রধান হিসাব রক্ষক আজিজুর রহমান সহ আরও কয়েকজন ষ্টাফ হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরলে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সেগুলো সমাধানের চেষ্টা করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ, সেক্রেটারী ইদ্রিস আলী, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, তালা উপজেলা পেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা বাজার বণিক সমিতির নেতা সরদার আব্দুল্লাহ, সাংবাদিক মুহিবুল্লাহ, সাংবাদিক মতিউর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক পার্থ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

