আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে ডিসির স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে ‘তারুণ্যের রক্তদান কর্মসূচির উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজের রক্তদানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব’-এর উদ্বোধন করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এ রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নিজে রক্তদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
সরকারি তোলারাম কলেজের ‘বাঁধন’ পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, ‘সকাল থেকেই রক্তদান কর্মসূচি চলছে। জেলা প্রশাসক নিজ হাতে রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেছেন। পরে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষার্থী এতে অংশ নেন।
নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, ‘ডিসি স্যারের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। তরুণ সমাজকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। কোয়ান্টাম ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করেছে। ’
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা যায় এবং আমি নিজেও বহুবার রক্তদান করেছি। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেত। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। ’
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন, তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও স্বার্থকতা রয়েছে।আমি নারায়ণগঞ্জকে আপন করে নিয়েছি। তাই আমি নিজে রক্তদান কর্মসূচিতে রক্তদান করে সবাইকে অনুপ্রাণিত করলাম। এছাড়াও আগে বহুবার রক্তদান করেছি।
অনেক রোগী আছেন, যাদের রক্ত প্রয়োজন অথচ সামর্থ্য নেই। এমন মানুষের পাশে দাঁড়াতেই কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। আমরা চাই, সবাই মানুষের পাশে দাঁড়াক—এই মানবিক উদ্যোগের অংশ হোক। ’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.