আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও বাড়াতে হবে- ইউএনও ফারজানা রহমান
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): "জোরদার করলে গ্রাম আদালত,হয়রানি কমবে জনতার"নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক ফারজানা রহমান। এসময় তিনি বলেন,“মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান হলে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে এবং মামলা জটও অনেকটা কমে আসবে।”সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা খাদ্য কর্মকর্তা,উপজেলা শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি,গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা,প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি , ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ,মাদক নির্মূল,গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ,ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এলাকায় উচ্ছেদ অভিযান,পরিবেশ রক্ষা এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.