
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকার আলোচিত ব্যবসায়ী রাকিব (২৫) হত্যা মামলার আসামি শুটার মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়,মাসুদ পরিকল্পিতভাবে রাকিবকে রাস্তার পাশে ঝোপে ফেলে কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটি গুলি করে। পরে তিনি অস্ত্র হাতে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে মাসুদ।স্থানীয় সূত্রে জানা গেছে,মাসুদ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আড়াইহাজার এলাকায় সশস্ত্র শোডাউন চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি,ছিনতাই,ডাকাতি ও লুটপাটসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তারা নিয়মিতভাবে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে,মাসুদকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযানে প্রশাসন তৎপর রয়েছে।