আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন নারায়ণগঞ্জ ডিসি জাহিদুল ইসলাম মিঞা
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করে প্রতিষ্ঠানটির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (৭সেপ্টম্বর) দুপুরে চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদশর্ন করেন।
এসময় তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষে পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে চকলেট ও খেলার সামগ্রী বিতরণ করেন।
এরপর তিনি স্কুল উন্নায়ন বিষয় নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষক ও চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের কমিটির সাথে কথা বলেন এবং বিদ্যালয়ের উন্নয়ণের বিষয় আস্বস্ত করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,
চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহামুদ, সহ সভাপতি শামসুল হক বাচ্চু, পঞ্চায়েতের সাংগঠিনক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ রিপন, যুগ্ম সম্পাদক ও স্কুল সাবেক সদস্য শরিফ সুমন, শফিকুর রহমান সোহাগ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা, সিনিয়র স্যার মো জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
আমাদের শিশুরা আগামী দিনে জাতির ভবিষ্যৎ তাদের নিয়ে সুন্দর স্বপ্ন দেখি দেশ গড়ার। আগামী দিনে আমাদের সেই দেশ গড়বে এবং তারা যে দেশ গড়বে এজন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী ও কিছু চকলেট নিয়ে এসেছি এবং পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে আমরাদের কাছে মনে হলো এখানে অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে রুমের ভিতরে দেয়ালের রং নষ্ট হয়ে গেছে। কিছু দেয়াল ভাঙ্গন ধরেছে। এছাড়া নিচের একটি রুম অনেকটা নিচু হয়ে গেছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের দাবি জানিয়েছেন একটি শহীদ মিনার করে দেয়ার। আমরা অবশ্যই মনে করি শহরে একটি প্রাণ কেন্দ্রে এমন একটি এত সুন্দর প্রতিষ্ঠানে একটি শহীদ মিনার থাকবে না। এটি আমাদের সবার কাম্য একটি শহীদ মিনার থাকুক
আমরা সেটি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা এই স্কুলের জন্য ৫ লাক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। যাতে স্কুলের কার্যক্রমটি সুন্দরভাবে এবং স্কুলের যে রুমগুলোর যে সংস্কারের
প্রয়োজন এজন্য আমরা একটা বরাদ্দ দিয়েছি। আর তাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা
ধীরে ধীরে সেগুলো আমরা কিভাবে সেই সব দাবিগুলোকে পূরণ করা যায় সেজন্য আমরা চেষ্টা করব।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা ও আইসিটি বিষয়ক
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবুল আল ইসুফ খান টিপু চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহামুদ, সহ সভাপতি শামসুল হক বাচ্চু, পঞ্চায়েতের সাংগঠিনক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ রিপন, যুগ্ম সম্পাদক ও স্কুল সাবেক সদস্য শরিফ সুমন, শফিকুর রহমান সোহাগ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা, সিনিয়র স্যার মো জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.