আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মাদকসহ ‘ডন’ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
অবৈধ সিসা বার পরিচালনার অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন অনলাইন ক্যাসিনো ও জুয়ার মূল হোতা সেলিম প্রধান। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর বারিধারায় অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে তাকেসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির ‘নেক্সাস ক্যাফে’ নামের রেস্তোরাঁটিতে অবৈধ সিসা বার চলছিল। এই রেস্তোরাঁর মালিক সেলিম প্রধান। অভিযানকালে পুলিশ ৬.৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে।
এর আগে ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় সেলিম প্রধানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। সেই মামলায় তিনি চার বছরের সাজা ভোগ করেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন।
পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.