
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী জোনাকি আক্তার জানান,কাঁচপুর বেহাকৈর নয়াপাড়া এলাকার সন্ত্রাসী ও আওয়ামীলীগ নেতা টুন্ডা কামাল ও তার বাহিনী গত ১৪ আগস্ট ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়।এসময় শিক্ষার্থীর ভাই পারভেজ বাঁধা দিলে তাকেও পিটিয়ে রক্তাক্ত আহত করে সন্ত্রাসী কামাল। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করে ওই শিক্ষার্থীর পরিবার। মামলার পরও সন্ত্রাসী টুন্ডা কামালকে পুলিশ গ্রেপ্তার না করায় আতঙ্কিত অবস্থায় বসবাস করছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়।