
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফল বিক্রি করে আত্মসম্মানের সাথে জীবিকা নির্বাহ করা শতবছর বয়সী এক নারী ফজিলাতুন্নেসাকে সহযোগিতা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
২ সেপ্টেম্বর মঙ্গলবার নিজে সশরীরে গিয়ে এই শতবছর বয়সী নারীকে বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ নগরীর চুনকা পাঠাগারের সামনে শতবয়সী ফল বিক্রেতা ফজিলাতুন্নেসাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল, চিনি, লবণ, পিঁয়াজ, আলু, কেক, বিস্কুট, রুটি, নুডুলস ও গৃহস্থালি বিছানার চাদর, পরনের নতুন কাপড় এবং তার ব্যবসার পুঁজি বৃদ্ধির জন্য কিছু অর্থ উপহার প্রদান করা হয়।এসময় উপহার সামগ্রী বিতরণকালে অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপহার বিতরণকালে সুযোগ্য জেলা প্রশাসক শতবয়সী ফজিলাতুন্নেসার বয়সের বাঁধা অতিক্রম করে এখনও আত্মসম্মান বজায় রেখে কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের জীবিকা নিজে অর্জনের এই সংগ্রামকে সকলের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি। ফজিলাতুন্নেসার এই সংগ্রাম আমাদের বাংলার আবহমান কালের মা বোনদের সংগ্রামী মনের পরিচায়ক বলে তার ভূয়সী প্রশংসা করেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানান, জেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। ফজিলাতুন্নেসার মতো আরো যারা নিজেদের জীবন সংগ্রাম সকল বাঁধা বিপত্তি এড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে জেলা প্রশাসন সকল সময়ে তাদের পাশে দাঁড়াবে ও পর্যায়ক্রমে তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে বলে জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।