
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ২৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আসলাম। ৩১ আগষ্ট রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন। এদিকে মুক্তি লাভ করে এসএম আসলাম গোদনাইল এসওরোডস্থ মেঘনা ডিপোর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কারামুক্ত শ্রমিক নেতা এসএস আসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মন্ডল মো: মহিউদ্দিন সানী, কার্যকরী সদস্য এ.আর মহসীন, ট্যাংকলরী পুলিশিং কমিটি গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি রুহুল আমিন রনি, মো: কবির হোসেন, জসিম উদ্দিন, নাজির, মুন্না, খোকন, সোহেল মাষ্টার, গাফফার, আ: রহমান, সাজু প্রমুখ।
উল্লেখ্য, চাঁদাবাজির অভিযোগে গত ৭ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশ এসএম আসলামকে গ্রেফতার করেন। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিনের ডিটেনশনের আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। তার আটকাদেশের ফলে পুরো বাংলাদেশে শ্রমিক নেতা আসলামের মুক্তির দাবীতে ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন প্রতিবাদ সভা করেন এবং মুক্তির দাবী জানান। এদিকে কালো আইনে এসএম আসলামকে আটকাদেশ কেন অবৈধ হবেনা এই মর্মে হাইকোর্ট রুল জারি করেন। যার ফলে আটকাদেশ স্থগিত করে আদালত আসলামের জামিন মঞ্জুর করেন। যার ফলে ৭ দিন আগেই রবিবার কারাভোগ থেকে মুক্তি লাভ করেন এসএম আসলাম।