
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের মিজমিজি পাইনাদী ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
সভাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে মিজমিজি পাইনাদী ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি সহ শিক্ষা প্রতিষ্ঠানকে অধিকরতর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়
এসময় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ নূর উদ্দিন, মোঃসুমন হোসাইন, অভিভাবক প্রতিনিধি মোঃবেলাল হোসাইন, মোঃজিয়াউল হক,আব্দুল হালিম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃমোশারফ হোসেন, দাতা সদস্য এ বি সৈকত আলী রনি, শিক্ষক প্রতিনিধি সদস্য মুহা.মীর হোসাইন, মোঃশফিকুল ইসলাম, মোঃরফিকুল ইসলাম, সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ সহ প্রতিষ্ঠানের আরও অনেকেই।