
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫- ২০২৬) নির্বাচন খুবই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন চলছে। এসময় পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণের বার ভবনে আসেন জাকির খান। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল সমর্থন জানান এবং এই প্যানেল বিপুল ভোটে পাশ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. এইচ. এম. আনোয়ার প্রধান প্যানেল, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মো. মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের আংশিক প্যানেল, পাশাপাশি স্বতন্ত্র হিসেবে এড. মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।