আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৫
বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে কাল থেকে।রোববার (৩১ আগস্ট) বৈঠকে অংশ নেবে বিএনপি, জামায়াত ও এনসিপি।
আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এসময়, তিনি বলেন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে। কোনও শক্তি বা ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না।
প্রেস সচিব জানান, সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টা, ন্যাশন্যাল সিকিউরিটি এডভাইজার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ আরও কয়েকজনের জরুরি বৈঠক হয়েছে ।
নুরুল হক নুরের উপর হামলাকে ন্যাক্যারজনক উল্লেখ করে প্রেস সচিব জানান, এই ঘটনা তদন্তে একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনার পর নুরুল হক নুরের পরিবারের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.