আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্যগ্রহণ কাল
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
বুধবার (২৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তুলে ধরেন।
এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ এই মামলায় গ্রেফতার ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বেরোবির সাবেক ভিসিসহ বাকি ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন।
এর আগে, গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে ৩০ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর ২২ জুলাই সরকারি খরচে আসামিদের পক্ষে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।
সবশেষ গত ৬ আগস্ট আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com