আজ
|| ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
তীব্র তাপদাহে হতে একটু প্রশান্তিতে পেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
তীব্র তাপদাহে হতে একটু প্রশান্তিতে পেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ।
ভাদ্র মাসে রোদ্রের তীব্রতায় দূর্বিষহ জনজীবন অতিষ্ট। এই রোদের প্রখোরতা উপেক্ষা করে জনকল্যাণে নিরলসভাবে দ্বায়িত্ব পালন করে চলছেন ট্রাফিক পুলিশ বিভাগ। এই ট্রাফিক বিভাগের সাথে যানযট নিরসনে সহযোগী হিসেবে তরুণ সমাজের স্বেচ্ছাসেবী হিসেবে দ্বায়িত্ব পালন দেখা যায়। নারায়ণগঞ্জ শহরসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর ও আড়াইহাজার থানায় ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণে অনেকেই দ্বায়িত্ব পালনে রয়েছে।
২৬ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র উদ্যোগে নারায়ণগঞ্জ ট্রাফিক ইনচার্জ এম,এ, করিমের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের ১ও ২নং রেল গেট, কালির বাজার মোড়,চাষাঢ়া মোড়, ডাক বাংলো মোড়,মাসদাইর,পঞ্চবটী মোড়, ফতুল্লা পোস্ট অফিস মোড়, বিসিক মোড়,পাগলা, মিশন পাড়া মোড়,খানপুর মোড়,হাজীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড,সাইনবোর্ড মোড়,তারাবো রূপসী, সোনারগাঁও, কাঞ্চন ৩০০ ফিটসহ বিভিন্ন পয়েন্টে সুপেয় ঠান্ডা পানি,স্যালাইন ও খাবার বিতরণ করা হয়।
বিতরণের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বেশ কিছুদিন যাবৎ রোদের তীব্রতা আমরা লক্ষ করছি। নারায়ণগঞ্জ বাসীর সেবায় আমাদের ট্রাফিক বিভাগের লোকজন নিরলস ভাবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করে থাকেন। তাদের এই কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দপ্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকা চেষ্টা মাত্র ।
ট্রাফিক ইনচার্জ এম,এ, করিম প্রশ্নের জবাবে বলেন, নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যার আজ যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনিয়। আমি ও আমার সহকর্মীরা সবাই আনন্দিত হয়ে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.