আজ বুধবার, আগস্ট ২৭, ২০২৫ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি): মিটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে ফ্রী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার কৃষি উন্নয়ন হল রুমে মিটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সিআরপির আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট চল্লিশজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে ফ্রী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠিত হয়।সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ,ভিটিআই এর ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক,(সিআরপি) মানিকগঞ্জ,মো.মাহবুবুল ইসলাম,প্রকল্প কর্মকর্তা,(সিআরপি) সুভাষ সরকার ও ইমরান শেখ,সহকারী সমাজসেবা কর্মকর্তা হালিমা খন্দকার রুনু,ইউপি সদস্য মো.নাসির উদ্দিন,ইউনিয়ন সমাজকর্মী মো.আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইউনিয়ন সমাজকর্মী ও অফিস সহকারীগন উপস্থিত ছিলেন। এসময় ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক,মো.মাহবুবুল ইসলাম জানান,ছয় মাস অন্তর অন্তর বছরে দুইবার সিআরপির আওতায় মানিকগঞ্জে(থাকা খাওয়া) ফ্রিতে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কর্মশালায় ভর্তি নেওয়া হয়। উক্ত কর্মশালায়,কম্পিউটার অফিস এপ্লিকেশনস,ইলেকট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং,ড্রেসমেকিং ও টেইলারিং,পাশাপাশি চিত্র বিনোদনসহ এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইকবাল হোসেন উপস্থিত সকল প্রতিবন্ধীদের প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।

Exit mobile version