আজ মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানায়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

নতুন দায়িত্ব দেয়া ৫২ কর্মকর্তাদের মধ্যে অ্যাডিশনাল আইজিপি ১৮ জন, এর মধ্যে চলতি দায়িত্বে থাকা এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলকে একই পদে পদায়ন করা হয়েছে। এছাড়া, ডিআইজি ১২ জন, অতিরিক্ত ডিআইজি ৬ জন এবং এসপি ১৬ জন রয়েছেন।

দেশের সাত জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি, ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হয়েছেন আরও ৯ এসপি।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই ৫২ কর্মকর্তার কারও কারও কর্মস্থল পরিবর্তন হয়েছে। কেউ আবার চলতি দায়িত্বের পরিবর্তে পুরোনো পদেই পূর্ণ দায়িত্ব পেয়েছেন।

Exit mobile version