
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের সলিল মুন্সীর ছেলে সজল হোসেন (১৫) নিখোঁজ রয়েছেন। তিনি বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকালে প্রতিদিনের মতো সজল হোসেন সকাল ৮:৩০ টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুল ছুটি হওয়ার নির্ধারিত সময় দুপুর ২:৩০ টার পর সে আর বাড়ি ফেরেনি।
সন্ধ্যা হয়ে গেলেও সজল বাড়ি না ফেরায় তার মা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। এ অবস্থায় তার পরিবার চরম উৎকণ্ঠায় ভুগছে।
সজল হোসেনের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ তার কোনো খোঁজ পেলে তার চাচা ফিরোজ শাহ’র (মোবাইল: ০১৭৬৬-৮০৭০৯৮) সঙ্গে যোগাযোগ করার জন্য। একই সঙ্গে তারা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।