আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সরকার কারও কথায় কাজ করে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন: পরিবেশ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৫
ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এমনটাই ব্যক্ত করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে।
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়ে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, যে যে যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলে। সরকার কারও কথা অনুযায়ী কাজ করে না।
সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সে পথেই আছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হয় তখন সে বিষয়টি দেখা যাবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
জাফলংয়ের পাথর উত্তোলন নিয়ে তিনি বলেন, আজকে যারা শ্রমিকদের জন্য দুঃখ করছেন, একসময় তারা ডিনামাইট দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে ৬৫-৮০ জন শ্রমিককে মেরেছিল। তখন আমরা তাদের দুঃখ প্রকাশ করতে দেখিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.