আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বিসিএস পুলিশের ৩৮তম ব্যাচের সভাপতি সাকিবুল, সম্পাদক সামি
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৫
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৮তম বিসিএস ব্যাচের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়াকে সভাপতি ও ডিএমপির মিডিয়া শাখার সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনলাইনে ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জনানো হয়েছে। এতে বলা হয়, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন র্যাব হেডকোয়ার্টারের এএসপি সৌমিক হাসান, এটিইউএর এএসপি নাফিসুর রহমান নাফিস, দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেলের এএসপি আ ন ম নিয়ামতউল্লাহ ও এসএসএফের এডি রুবাইয়াত সানজিদ হোসেন।
সাধারণ সম্পাদক তারিক লতিফ সামি বলেন, এই কমিটির মাধ্যমে প্রথমবারের মতো পুলিশের ৩৮ বিসিএসের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পুরো কমিটির ঘোষণা দেওয়া হবে।
নির্বাচিত আংশিক কমিটির যুগ্ম সম্পাদক: এসি পেট্রোল, রমনা, (ডিএমপি) ইশফাকুল কবির, অর্থ সম্পাদক: এসি ট্রাফিক, মোহাম্মদপুর (ডিএমপি) আসলাম সাগর, দপ্তর সম্পাদক: এসি, লালবাগ (ডিএমপি) জুয়েল চাকমা, নারী বিষয়ক সম্পাদক: এসি নারী পুলিশ (ডিএমপি) নুসরাত ইয়াসমিন তিশা, কল্যাণ ও ক্রীড়া সম্পাদক: এসি কল্যাণ ও ফোর্স (ডিএমপি) রাসেল রানা, কার্যনির্বাহী সদস্য: এএসপি (এভিয়েশন সিকিউরিটি) শরিফুল ইসলাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.