আজ
|| ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই সফর, ১৪৪৭ হিজরি
লন্ডনে পুলিশের বাধা উপেক্ষা করে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ, ৪৭৪ জন আটক
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৫
যুক্তরাজ্যের লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে ৪৭৪ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) এই প্রতিবাদে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন’, ‘পুলিশের ওপর হামলা’ ও ‘জনশৃঙ্খলা বিঘ্নের’ অভিযোগ আনা হয়েছে।
এটি ২০০০ সালের সন্ত্রাসবিরোধী আইনে গত জুলাইয়ে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার পর বৃটেনের সবচেয়ে বড় গণআটক। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় বিগ বেনের ঘণ্টাধ্বনির সাথে সাথে শতাধিক মানুষ একসাথে ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা হাতে তৈরি প্ল্যাকার্ড উঁচু করেন। পুলিশ দ্রুত ব্যক্তিগতভাবে প্রতিটি বিক্ষোভকারীর কাছে গিয়ে তাদের পরিচয় যাচাই শুরু করে।
আটককৃতদের যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের জামিনে ছাড়া হয়েছে শর্তসাপেক্ষে যে তারা প্যালেস্টাইন অ্যাকশনের আর কোনো সমাবেশে অংশ নেবেন না। যারা পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছেন বা যাদের পরিচয় যাচাই হয়নি, তাদের আটক রাখা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর গত জুলাইয়ে ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করে।
সংগঠনটি ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধের দাবিতে সরাসরি কর্মকাণ্ড চালায়। এই নিষেধাজ্ঞার পর ইংল্যান্ড ও ওয়েলসে প্রথম তিনজনকে গ্রেফতার করা হয়, যাদের বিচার চলছে।
আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হতে পারে, যা ব্রিটেনে বাকস্বাধীনতা ও প্রতিবাদের সীমা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করবে বলে বিশ্লেষকদের ধারণা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.