
‘ভারতের উত্থান সহ্য করতে পারছেন না সবার বস’, নাম উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এভাবে কটাক্ষ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার (১০ আগস্ট) মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সবার বস তো আমরাই (ভারত)’। খবর টাইমস অফ ইন্ডিয়া ও এই সময়‘র।
ভারতের ওপরে ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের পর এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এই ধরনের প্রতিক্রিয়া এলো। তবে বক্তৃতায় ট্রাম্পের নাম মুখে আনেননি রাজনাথ। তবে, তার অভিব্যক্তি এবং বক্তব্যের ইঙ্গিতে বোঝার কারও বাকি ছিল না যে তিনি ট্রাম্পের কথাই বলছেন।
রাজনাথ বলেন, দ্রুতগতিতে ভারতের উন্নতিতে অনেকেই খুশি নন। তারা এই বিষয়টি পছন্দও করছেন না।
ঘুরিয়ে ট্যারিফ নিয়েও বার্তা দেন রাজনাথ। তিনি বলেন, ভারতে তৈরি জিনিসপত্রের দাম অন্য দেশে যাতে বেড়ে যায় এবং মূল্যবৃদ্ধির পরে সেই সমস্ত জিনিস যাতে বিশ্ব কেনা বন্ধ করে দেয়, সেই চেষ্টা করছেন অনেকেই। এই প্রচেষ্টা চলছেই। কিন্তু ভারত এত দ্রুত এগিয়ে চলেছে যে আমি দৃঢ় ভাবে বলছি, কোনও শক্তিই ভারতকে বৈশ্বিক শক্তিধর হিসেবে আত্মপ্রকাশে বাধা দিতে পারবে না।
গত কয়েকদিন ধরেই ভারতকে নানা ভাবে কটাক্ষ করছেন ট্রাম্প। ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্যারিফ নিয়েও কোনও নমনীয় মনোভাব যে তিনি দেখাবেন না, তাও স্পষ্ট করেছেন।