আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হতে পারে ৫ সমঝোতা স্মারক
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৫
আগামী ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানায় প্রেস উইং। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভুমিকা ও অধিকতর সক্রিয় হবার জন্য মালয়েশিয়া ও আসিয়ান রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে বলেও জানায় প্রেস উইং।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খাজানের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হবে। আমরা গভীর সমুদ্রে মাছ ধরায় বিনিয়োগ করার জন্য মালয়েশিয়াকে আহ্বান জানাবো। সমুদ্রের ৪০-৫০ কিলোমিটারের মধ্যে আমরা ইলিশ মাছ বা অন্য মাছ শিকার করে থাকি। ডিপ সি ফিশিং আমাদের তেমন হয় না। অথচ আমাদের যে পুরো সামুদ্রই এলাকা তা প্রায় ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার।এটি বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি। প্রধান উপদেষ্টা এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাচ্ছেন।
তিনি বলেন, প্রোটন হোল্ডিং ইলেকট্রিক যানবাহন নিয়ে কাজ করে। বাংলাদেশেও এটি প্রকীয়াজাতকরন করা যায় কী না এ বিষয়ে তাদের সাথে কথা হবে। মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটা’র প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা হবে।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাথে জ্বালানি উপদেষ্টা যাবেন তিনি পেট্রোনাসে চেয়ারম্যান বসবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে মালয়েশিয়ার কর্তৃপক্ষের বৈঠক হবে। সেখানে তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের বিষয়ে কথা বলবেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি বেশ কয়েকটি বিজনেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। আমরা আশা করছি এই সফর সফল হবে। আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় অনেকে পড়তে যায় কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভালো চাকরি হয় না। এ বিষয়টা নিয়েও আলোচনা করা হবে।
তিনি আরও জানান, মালয়েশিয়ান অফিশিয়ালদের সাথে প্রায় সব বিষয়েই আলোচনা হবে। শ্রমবাজারের সাথে অনেক বিষয় জড়িত আছে। ড. আসিফ নজরুল শুরু থেকেই এ বিষয়ে লেগে আছেন। আমরা আশা করছি সামনে বিষয়টি আরও ভালো জায়গায় যাবে।
আর মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের বিষয়ে বলেন, দুই দেশের পুলিশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এখন থেকে যেকোনও ধরনের তথ্য যাতে যাচাই বাছাই করা যায় এবং দ্রুত তথ্য শেয়ার করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.