
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। গত ৬ আগস্ট বুধবার পুতিনের সহকারী এবং মুখপাত্র ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন পুতিন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস থেকে জানানো হয়, সামনের সপ্তাহে হবে ট্রাম্প-পুতিন বৈঠক। পরের দিন বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সেই বৈঠকের আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘তার (জেলেনস্কির) সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই। বৈঠক হবে শুধু আমার এবং পুতিনের মধ্যে। প্রকৃতপক্ষে তাদের দুজনকেই পৃথকভাবে আমার সঙ্গে বৈঠক করতে হবে। তারপর এ যুদ্ধ থামানো এবং হত্যা বন্ধের জন্য যা করার, করব আমি।’