
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের ও আহতদের স্মরণে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ আগষ্ট) সিদ্ধিরগঞ্জ থানার সামনে হতে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে এ আলোচনা সভার মধ্য দিয়ে এ র্যালি সমাপ্ত হয়। সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের আয়োজিত এ র্যালিতে জাকির খানের নেতৃত্বে নাসিক ৬নং ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান। এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন মাসুম, মনির, তাহের সহ শত শত প্রমুখ নেতাকর্মী।আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহমান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান সানি, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সানি, জহিরুল হক বাদশাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।