আজ
|| ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই সফর, ১৪৪৭ হিজরি
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৫
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার একটি আদালত এই আদেশ দেয়।
বৃহস্পতিবার দুপুরে সুমাইয়া জাফরিনের সাতদিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল বুধবার সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয় বলে জানায় ডিবি। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় এর আগে সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।
প্রসঙ্গত, ঢাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.