আজ
|| ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রমেক কোয়ার্টার থেকে নারীসহ ড্যাব নেতা আটক
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৫
বাবার অসুস্থতার জন্য পরামর্শ নিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানের বাসায় এসেছিলেন এক নারী। তাঁদেরকে ঘেরাও করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার হাসপাতালসংলগ্ন চিকিৎসকদের কোয়ার্টারে এই ঘটনা ঘটে। মারুফুল হাসান রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাঁদের হাতেনাতে আটক করেন। পরে তাঁরা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ সময় আটক চিকিৎসক এ বি এম মারুফুল হাসান বলেন, ‘আমার পূর্বপরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য কল দেয় সে। আমি আসি। মেয়ে এখানে এসেছে। সে মাঝেমধ্যে আসে এই ফ্ল্যাটে।’ আটক নারী বলেন, ‘আমি উনাকে চিনি। উনি আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।’এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশকে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.