
নারায়ণগঞ্জ প্রতিনিধি:ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র্যালিতে মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নয়াপল্টনে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
৭ আগষ্ট বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র্যালি ও সমাবেশের কর্মসূচীর অংশ হিসেবে বিজয় মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ বিএনপি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকায় উপস্থিত হয় নারায়ণগঞ্জ বিএনপি।
বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র্যালি শুরু হয়। উক্ত কর্মসূচির পূর্বেই নারায়ণগঞ্জ বিএনপি অনুষ্ঠানস্থলে গিয়ে জড়ো হয় দলটির নেতা কর্মীরা।
এসময় উক্ত বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরিফ আহমেদ টুটুল, সদস্য শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, আশরাফুর হক রিপন, মোশতাক আহমেদ, মোঃ বাছির উদ্দিন বাচ্চু, এ্যাড. আব্দুল বারী ভূঁইয়া প্রমূখ।