
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ২৪’র জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
৫ আগষ্ট মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এর আগে নারায়ণগঞ্জ বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে তল্লা এলাকা থেকে বিএনপির একটি বিশাল মিছিল বের হয়।মিছিলটি হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভে গিয়ে সমাপ্তি হয়।
এসময় মোঃ মনির হোসেন সরদার, আমিনুল হোসেন আনু, সাখাওয়াত হোসেন রানা, স্বপন, লিটন, রাজু, আনিস, বাবুর নেতৃত্বে কয়েক শতাধিক লোক নিয়ে বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদের সম্মানার্থে ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং পরে জুলাই শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।