আজ
|| ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৫
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল নামে। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি, যার ফলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে আয়োজনের স্বাভাবিক গতিতে।
মঙ্গলবার (৫ আগস্ট) প্রথম দফার বৃষ্টি থেমে যাওয়ার পর কিছুটা স্বস্তি মিললেও বিকেল ৪টার দিকে আবারও শুরু হয় বৃষ্টিপাত। এই থেমে-থেমে আসা বৃষ্টিতে ভিজেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন হাজারো ছাত্র-জনতা। কেউ ছাতা মেলে দাঁড়িয়ে, কেউ বা গাছের নিচে আশ্রয় নিয়ে, আবার অনেকে সরাসরি ভিজেই উপভোগ করছেন সাংস্কৃতিক পরিবেশনা।অনুষ্ঠানে উপস্থিত কবির নামের এক দর্শক বলেন, বৃষ্টিতে ভিজলে হয়তো জ্বর আসতে পারে। তবে এই অনুষ্ঠান আমাদের ১৬ কোটি মানুষের দাবি ও চেতনার প্রতীক। আমাদের যে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের দীর্ঘদিনের দাবি ছিল, তা আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। এই মুহূর্ত মিস করবো না কিছুতেই।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উপস্থিত জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে বিকেলের জন্য, যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ‘জুলাই সনদ’ পাঠ করবেন। এই সনদে কী থাকবে- তা জানার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই বলছেন, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে। বৃষ্টির বাধা উপেক্ষা করেও যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তা স্পষ্টই প্রমাণ করে ‘জুলাই আন্দোলন’ কেবল একটি রাজনৈতিক আবেগ নয়- এটি এখন এক জাতীয় চেতনার অংশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.