
নাসির উদ্দিন(সোনারগাঁ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি সেতু ভেঙে পড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যান চলাচল। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ,শিক্ষার্থী,রোগী ও পর্যটকরা। সোনারগাঁ পৌরসভার ছাপেরবন্ধ খালের ওপর এবং সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় সেতুগুলো ভেঙে পড়লেও দীর্ঘ সময়েও সংস্কার বা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে,২০১৪ সালে সিআরডিপি প্রকল্পের আওতায় চৈতী কম্পোজিট লিমিটেড থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ২নং ফটক পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। একই সঙ্গে মধুমতি ফিলিং স্টেশন থেকে কারুশিল্প ফাউন্ডেশনের ১নং ফটক পর্যন্ত রাস্তা, ড্রেন ও একটি সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ৭ কোটি ৪৯ লাখ টাকা। তবে ওই প্রকল্পে ছাপেরবন্ধ খালের ঝুঁকিপূর্ণ সেতুটি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ১০ বছরেও সেতুটি পুনর্নির্মাণ হয়নি।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেতুটির মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পৌর কর্তৃপক্ষ এক সপ্তাহ আগে সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দাদের বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।পর্যটন কেন্দ্র পানাম নগরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,থানা ও সরকারি অফিসে যাতায়াতে সমস্যায় পড়ছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীরা। অন্যদিকে,সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় কাজিপাড়া-আমগাঁও খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রায় ৫০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। রেলিং ও পাটাতন ভেঙে পড়ায় কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে প্রায় ৩০ গ্রামের লক্ষাধিক মানুষকে।সাদিপুর দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন,“সেতুর মধ্যাংশ ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। দ্রুত সেতুটি নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।” সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন,“পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে ছাপেরবন্ধের সেতুটি দীর্ঘদিনেও নির্মাণ হয়নি। দ্রুত সেতুটি নির্মাণ করে জনগণের ভোগান্তি লাঘবের দাবি জানাই।”এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার আদমপুর গ্রামের বাসিন্দা ইমরান খান বলেন, “১০ বছরেও নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন মানুষ অনেক ঘুরপথে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে।”সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ জানান,“ছাপেরবন্ধ সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি সংস্কার করে কোনো লাভ নেই। নতুন সেতু নির্মাণের জন্য আমাদের নিজস্ব ফান্ডে অর্থ নেই।”স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো.আলমগীর হোসেন চৌধুরী জানান,“বরগাঁও এলাকার সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে আমরা সেখানে সহকারী প্রকৌশলী পাঠিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।” অবিলম্বে সেতুগুলোর পুনঃনির্মাণ ও সংস্কারের দাবি জানাচ্ছেন সোনারগাঁওয়ের ভুক্তভোগী এলাকাবাসী।
নাসির উদ্দিন সোনারগাঁ প্রতিনিধি
০১৮৫৫৮১১৬৮৫