আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
লন্ডনের মেয়রকে ‘নোংরা লোক’ বললেন ট্রাম্প, স্টারমারের জবাব, ‘ও আমার বন্ধু’
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫
ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কটাক্ষ করলেন লন্ডনের মেয়র সাদিক খানকে। সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘নোংরা ব্যক্তি’ বলে অভিহিত করেন। তখনই সরাসরি আপত্তি জানান স্টারমার। বলেন, ‘ও (সাদিক খান) আমার বন্ধু।’
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি সেপ্টেম্বরের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘নিশ্চয়ই যাব। তবে আমি তোমাদের মেয়রের ভক্ত নই। আমার মনে হয়, তিনি ভয়ংকরভাবে খারাপ কাজ করেছেন।’ এরপর যোগ করেন, ‘লন্ডনের মেয়র... একজন ন্যাস্টি পারসন (নোংরা ব্যক্তি)।’তখনই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘সে কিন্তু আমার বন্ধু।’ কিন্তু তাতেও থামেননি ট্রাম্প। বলেন, ‘আমি এখনও মনে করি, তিনি খুবই খারাপ কাজ করেছেন। তবে আমি অবশ্যই লন্ডন যাব।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। দু’জনেই যথাক্রমে রিপাবলিকান ও লেবার পার্টির রাজনীতিক। ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খান বিভিন্ন সময় ট্রাম্পের নীতির বিরোধিতা করে কথা বলেছেন। বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে তিনি প্রকাশ্যে সমালোচনা করেন। তখন ট্রাম্প তাকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যর্থ’, ‘স্টোন কোল্ড লুজার’ ও ‘ভীষণ বোকা’ বলে আক্রমণ করেছিলেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্টে খান বলেন, ট্রাম্প তাকে নিশানা করছেন তার ‘চামড়ার রং’ ও ধর্মবিশ্বাসের কারণে। একই বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকার মানুষ স্পষ্ট ও জোরালোভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমাদের তা সম্মান জানাতে হবে।’ তবে এদিন ট্রাম্পের মন্তব্যের পরে খানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘লন্ডন বিশ্বের সেরা শহর — প্রেসিডেন্ট ট্রাম্প এলে তিনি তা দেখতে পাবেন। এখানে আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি, দুর্বলতা নয়; তা আমাদের আরও সমৃদ্ধ করেছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.