আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
দখলদার ইসরায়েলির ছোড়া গুলিতে নিহত অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্রকর্মী আওদাহ
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৫
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নির্মমতা তুলে ধরা ‘নো আদার ল্যান্ড’ ডকুমেন্টারির সঙ্গে যুক্ত একজন ফিলিস্তিনি কর্মী আওদাহ হাথালিনকে স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এক ইসরায়েলি সেটেলার গুলি করে হত্যা করেছে। ডকুমেন্টারির ইসরায়েলি কো-ডিরেক্টর ইউভাল আব্রাহাম এই খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন।
মাসাফার ইয়াত্তার উম্ম আল-খাইর গ্রাম (পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল)। গ্রামের কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়ানো অবস্থায় এক ইসরায়েলি সেটেলার হাথালিনের বুকে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা চিহ্নিত করেছেন ইনোন লেভি নামের এক সেটেলারকে, যিনি অবৈধ ইসরায়েলি বসতিতে থাকেন। লেভি ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।
আব্রাহামের পোস্টে একটি ভিডিও দেখা যায়, যেখানে অভিযুক্ত লেভি পিস্তল উঁচিয়ে রাখে এবং আওদাহ’র দিকে তাক করে গুলি ছুড়ে।
হাথালিন ইসরায়েলি সেটেলার সহিংসতা ও জবরদখলবিরোধী আন্দোলনের নেতা ছিলেন। গত মাসে, তিনি যুক্তরাষ্ট্রে সফর করতে গিয়েছিলেন, কিন্তু সান ফ্রান্সিসকো বিমানবন্দরে পৌঁছেই তাকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।
‘নো আদার ল্যান্ড’ ডকুমেন্টারিতে তিনি ইসরায়েলি সেনা ও সেটেলারদের অত্যাচারের কথা বলেছিলেন।
গত মার্চে, ‘নো আদার ল্যান্ড’ অস্কার জয়ের কয়েক সপ্তাহ পর, আরেক নির্মাতা হামদান বালালকে তার গ্রামে সেটেলাররা মারধর করে। পরে তাকে ইসরায়েলি সেনারা গ্রেফতার করে।
অস্কার জয়ের পর থেকে মাসাফার ইয়াত্তায় সেনা ও সেটেলারদের হামলা বেড়েছে। বর্তমানে ইসরায়েল সেখানে ‘ফায়ার জোন’ ঘোষণা করে ১,২০০ ফিলিস্তিনিকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে।
বাসেল আদরা (ডকুমেন্টারির ফিলিস্তিনি কো-ডিরেক্টর) বলেন, ‘আমার প্রিয় বন্ধু আওদাকে হত্যা করা হলো। এভাবেই ইসরায়েল আমাদের মুছে দিচ্ছে—একটা একটা করে জীবন নিয়ে।’
ইসা আমরো (হেবরনের কর্মী) বলেন, ‘আওদাহ হাথালিন আমাদের নায়ক ছিলেন। তিনি নিপীড়নের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়েছেন। তার মৃত্যু আমাদের সংগ্রামে একটি গভীর ক্ষত।’
একজন স্থানীয় অধিকার কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে নয়, একটি সম্পূর্ণ জনগোষ্ঠীর আত্মাকে টার্গেট করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন: ফিলিস্তিনিদের রক্ষায় কঠোর পদক্ষেপ কখন নেয়া হবে?’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.