জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রশিক্ষণ/সাবসিডিয়ারি প্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা এক সার্কুলারে জানানো হয়, ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) এর মহাব্যবস্থাপক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) জনাব মোঃ শাহিরুল হাসান-কে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব নিয়োগ দেওয়া হয়। পুনরাদেশ না দেয়া তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
মোঃ শাহিরুল হাসান তার নিজ কর্মস্থল ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) হতে অবমুক্ত হয়ে অদ্য ২৭/০৭/২০২৫ তারিখ অপরাহ্নে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করবেন এবং এমপিএল এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত জনাব মোঃ টিপু সুলতান-এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানানো হয়।