আজ
|| ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মতবিনিমিয়: ২ আগস্ট দাবী পূরণ না হলে ৩ আগস্ট থেকে লাগাতার ধর্মঘটের ডাক
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৫
২৬ জুলাই ২০২৫ইং তারিখ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানঃ-হোটেল-৭১, বিজয় নগর, পুরানা পল্টন, ঢাকা। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের আহবায়ক জনাব মোহাম্মদ নাজমুল হক । সমগ্র বাংলাদেশ থেকে সম্মানীত ট্যাংকলরী মালিক ও পেট্রোল পাম্প মালিকগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় এসোসিয়েশনের ৬দফা দাবী বাস্তবায়নের জন্য উন্মুক্ত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, আগামী ০২-০৮-২০২৫ইং তারিখের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ৬দফা দাবী বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না করলে আগামী ৩ আগষ্ট ২০২৫ইং তারিখ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরীযোগে জ্বালানী তেল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষনা করা হয়। নিম্নে আপনাদের জ্ঞাতার্থে এসোসিয়েশনের ৬দফা দাবী সমূহ উল্লেখ করা হলো-১। সকল ট্যাংকলরীর ইকোনমিক লাইফ সাধারণ বাস, ট্রাক, কাভার্ডভ্যানের ন্যায় ২৫ বছর নির্ধারণ বাতিল করে ট্যাংকলরীর ইকোনমিক লাইফ বাস্তব ভিত্তিতে করতে হবে। কারণ ট্যাংকলরী শুধুমাত্র জ্বালানী পরিবহন করে থাকে যা ওয়ানওয়ে সার্ভিস, অন্যান্য গাড়ীর সাথে ট্যাংকলরীর তুলনা অবাস্তবসম্মত। ২। ট্যাংকলরী যেহেতু একাধিক জেলা অতিক্রম করে জ্বালানী তেল সরবরাহকারী অয়েল কোম্পানী থেকে জ্বালানী সংগ্রহ করে থাকে বিধায় ট্যাংকলরীকে সমগ্র বাংলাদেশে চলাচলের রুটপারমিট প্রদান করতে হবে। ৩। যেহেতু ট্যাংকলরী সম্পূর্ণ সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে ফলে বাণিজ্যিক গাড়ীর মত ইচ্ছামাফিক ভাড়া গ্রহণের সুযোগ ট্যাংকলরীর নাই সেহেতু অন্যান্য বাণিজ্যিক গাড়ীর মত হঠাৎ করে আয়কর ১৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা করার গেজেট বাতিল করতে হবে। ৪। ট্যাংকলরী চালক সংকট দুরুভিকরণের লক্ষে সকল ট্যাংকলরী চালকের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্স যোগ্যতার ভিত্তিতে হেভী লাইসেন্স দ্রুত প্রদান করতে হবে। ৫। জ্বালানী তেল পরিবহণকারী ট্যাংকলরীগুলিকে হাইওয়ে এবং জেলা পুলিশ কর্তৃক কাগজপত্র পরীক্ষার নামে চালকদেরকে হয়রানি বন্ধ করতে হবে। ৬। একইসাথে পেট্রোল পাম্প এবং ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের অমিমাংসিত দাবী সমূহ দ্রুত সমাধান করতে হবে।
উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০২-০৮-২০২৫ইং তারিখের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এসোসিয়েশনের ৬দফা দাবী বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না করলে আগামী ৩ আগষ্ট ২০২৫ইং তারিখ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরীযোগে জ্বালানী তেল পরিবহন বন্ধ রাখার জন্য সকল সম্মানীত ট্যাংকলরী মালিক ও পেট্রোল পাম্প মালিকদের অনুরোধ করা হয়েছে । সেক্ষেত্রে উপস্থিত সকল সদস্যবৃন্দ একমত পোষণ করেছেন। অতএব, পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত আগামী ৩ আগষ্ট ২০২৫ইং তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরীযোগে জ্বালানী তেল পরিবহন বন্ধ থাকবে। বিষয়টি সকল সম্মানীত ট্যাংকলরী মালিক ও পেট্রোল পাম্প মালিকদের অবগতির জন্য জানানো হলো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.