
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড-এর যৌথ অংশগ্রহণে শুরু হয়েছে ছয়দিনব্যাপী সামরিক অনুশীলন ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’।
শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড-এ অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল, মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এটি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
আইএসপিআর জানায়, অনুশীলনে যুক্তরাষ্ট্রের ৬৬ জন ও বাংলাদেশের ১০০ জন সেনাসদস্য অংশ নিচ্ছেন। মহড়ার মূল উদ্দেশ্য-দুদেশের মধ্যে যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত প্রস্তুতি জোরদার এবং সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড উপস্থিত ছিলেন।
এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে বলেও জানিয়েছে আইএসপিআর।