আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রংপুর মোবাইল ইন্ডাস্ট্রি ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫
রংপুর নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে মোবাইল ইন্ডাস্ট্রি প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলায় তানবীন ডায়নামাইটস বিপরীতে বিজয়ী হোন এস টি আর গ্লাডিয়েটরস।এস টি আর গ্লাডিয়েটরস ১৬৩ রানের টার্গেটে তানবীন ডায়নামিক মাঠে নেমে ১০ উইকেট হারিয়ে ১৪৫ রানে গুটিয়ে রানার্সআপ হোন।
শুক্রবার(২৫ই জুলাই)রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিকাল ৩ ঘটিকায় রংপুর মোবাইল ইন্ডাস্ট্রির ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ম্যাচের শুরুতে টসে জিতে তানবীন ডায়নামাইট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।পরবর্তী তে মাঠে নেমে এস টি আর গ্লাডিয়ার্স ১২ ওভারে ১৬৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দেন তানবীন ডায়নামিক কে।এসময় এস টি আর গ্লাডিয়ার্সের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেন দিনার এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন।১৬৩ রানের বিপক্ষে মাঠে নেমে তানবীন ডায়নামিক ১০ উইকেট হারিয়ে ১৪৫ রানে থেমে যায়।তানবীন ডায়নামাইট পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন রিফাত এবং ম্যান অব দা টুর্নামেন্ট পুরষ্কার টি লুফে নেন।
এসময় খেলায় সার্বিক সহযোগিতা করেন মোবাইল ইন্ডাস্ট্রির প্রতিনিধি তৌকির জুম্মন,মহিদুল ইসলাম নয়ন,সৈকত, একরামুল ইসলাম বাবু,ইশাত,স্বপন,কাউসার পারভেজ,হাবিব,হৃদয় ও সোহেল, সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
রংপুর মোবাইল ইন্ডাস্ট্রি ক্রিকেট প্রিমিয়ার লিগের বিশেষ অতিথির বক্তব্যে জাবেদ হোসেন জুয়েল বলেন,এই খেলার মধ্যে দিয়ে সকল মোবাইল কোম্পানি গুলো একত্রিত হয়েছেন।ক্রিটেট প্রিমিয়ার লিগের মধ্যে দিয়ে আগামীতে সুন্দর ও সুশৃঙ্খল বন্ধন তৈরি হোক এই আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.