আজ
|| ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শ্রীপুরে পৌরসভার রাস্তা দখল করে ১০ ইঞ্চি ইটের ঢালায় দিয়ে দখলের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বহেড়াচালা কড়ইতলা মোড়ে বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন সড়কে সরকারি রাস্তার উপর নিজের জমি দাবি করে ১০ ইঞ্চি ঢালাই করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মৃত সুরত আলীর ছেলে মোছলেম উদ্দিনের বিরোদ্ধে। এই ঘটনায় এলাকার জনসাধারণের চলাচলের সমস্যা তৈরি হয়েছে।
এলাকাবাসী জানান পৌরসভার বাজেটে রাস্তার কাজ চলমান এবং ঠিকাদার ইটের খোয়া দিয়ে ফিনিশিংনের কাজ করে চলে যাওয়ার পর ২৩ জুলাই সকালে হঠাৎ করে রাস্তায় তার নিজের জায়গা রয়েছে এমন কথা বলে লোকজন নিয়ে রাস্তা একপাশে প্রায় ১৫০ ফিট লম্বা সিমানা প্রাচীর নির্মান করেন মোছলেম উদ্দিন।
এলাকাবাসী আরো জানান, সাবেক কাউনসিলর আমজাত হোসেন এই রাস্তাটি পৌরসভার বাজেটে ইট সলিং করে দিয়েছেন। বর্তমান রাস্তাটি পাকা করনের বাজেটে কাজ চলমান। এরমধ্যে রাস্তার প্রায় ৫ ফিট জায়গায়া নিজের দাবীকরে জোড়পূর্বক সিমানা প্রাচীর নির্মান করেন মোছলেম উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে পৌর সার্বেয়ার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের উপর চওরা হন মোছলেম উদ্দিন গং।
এ বিষয়ে মোছলেম উদ্দিনের সাথে কথা বলতে গেলে তিনি দাবী করেন রাস্তায় তার জায়গা রয়েছে। তবে সংবাদকর্মীদের সাথে কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।এই পরিস্থিতিতে, রাস্তা বন্ধ করে ব্যক্তিগত স্থাপনা তৈরি করা বেআইনি। এ বিষয়ে স্থানীয় পৌরসভা হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। এবং"এলাকাবাসী পক্ষে থেকে আঃ লতিফ ফকির শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর বেদখলকৃত রাস্তা উদ্ধারের জন্য আবেদন করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.