ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেনা কল্যাণ ভবনে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩’র কার্যক্রমও শুরু করা যাচ্ছে না, বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় আগুন লাগে। ঘন্টা খানিক পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩। এই বিভাগে ১১ টি বাণিজ্যিক ব্যাংকের পরিদর্শনের নথি সংরক্ষিত।
তবে মুখপাত্রের দাবি, অফিসের আসবাবপত্র আগুনে ক্ষতি হলেও পরিদর্শনের গুরুত্বপূর্ণ কোন নথি ক্ষতিগ্রস্ত হয়নি। মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক কোন তদন্ত কমিটি গঠন করেনি। ফায়ার সার্ভিসের প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।