আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে এনসিপি’র তোরণে দুর্বৃত্তদের আগুন
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরের কলেজরোড এলাকায় দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে তোরণটি আংশিকভাবে পুড়ে যায়।
এ ঘটনায় এনসিপি নেতারা অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাই এই হামলার পেছনে রয়েছে। তবে পুলিশ বলছে, এখনো পর্যন্ত দায়ীদের শনাক্ত করা যায়নি, তদন্ত চলছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, “রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত এসে আমাদের তৈরি তোরণে আগুন লাগিয়ে দেয়। আমাদের ধারণা, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সন্ত্রাসী এই কাজ করেছে। আগুনে তোরণের একটি বড় অংশ পুড়ে গেছে। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
তিনি আরও জানান, ঘটনার পরপরই এনসিপি’র স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সকালে আমরা ঘটনাটি জানতে পারি। এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য তথ্য যাচাই করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে এবং পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি বাড়িয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.